শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

আগামীর রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের রাজনীতি: আমীর খসরু

Reporter Name / ৯৪ Time View
Update : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর রাজনীতি হবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্নের রাজনীতি। নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের রাজনীতি। আজ শনিবার দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা ছোট মেরুং হাইস্কুল মাঠে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, মাস্তান ও দখলবাজদের বিএনপিতে আশ্রয় নেই। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে জনমানুষের মুখে হাসি ফোঁটানো হবে। এজন্য তিনি পাহাড়ি-বাঙ্গালী সকলকে ভাই-ভাই হিসেবে এক হয়ে কাজ করার আহবান জানান।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান।
পরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ফেরার পথে দীঘিনালায় আওয়ামী লীগ কর্মীদের আঘাতে নিহত ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি রবিউল ইসলামের বাড়িতে যান আমীর খসরু মাহমুদ চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর