শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন

আগামী নির্বাচনে লক্ষ্য অনেক বড় : মেহবুবা মুফতি

Reporter Name / ১০৪ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ভোটের পরিস্থিতিতে নিজের লক্ষ্য জানিয়ে দিয়েছেন পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি। তার মতে, এবারের নির্বাচন শুধু রাজ্যের মর্যাদা ফেরানো বা আসন সমঝোতার ভোট নয়। এবারের লক্ষ্য আরো বড়।

প্রসঙ্গত, প্রায় এক দশক পর রাজ্যসভা নির্বাচন হচ্ছে জম্মু ও কাশ্মীরে।

আগামী সেপ্টেম্বরের ১৮, ২৫ এবং অক্টোবরের ১ তারিখ মোট তিন দফায় ভোট হবে সেখানে। গত শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিডিপির নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন মেহবুবা। ওই দিন পিডিপি প্রধান বলেন, ‘আমার কাছে এবারের নির্বাচন শুধু রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি বা আসন সমঝোতার জন্য নয়। আমাদের লক্ষ্য আরো বড়। আমরা সম্মান ও সমাধানের জন্য লড়াই করছি।’

উপত্যকায় আসন্ন বিধানসভা নির্বাচনে পিডিপি কোনো জোটের সঙ্গে যাবে কি না, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানাননি দলের নেত্রী। ২০১৪ সালে যখন শেষবার সেখানে বিধানসভা ভোট হয়েছিল, মেহবুবার দল তখন জোট বেঁধেছিল বিজেপির সঙ্গে। তার বাবা প্রয়াত মুফতি মুহাম্মদ সাইদ তখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন।
পরে ২০১৬ সালে বাবার মৃত্যুর পর মুখ্যমন্ত্রী হন মেহবুবা। ২০১৮ সালে বিজেপির সঙ্গে জোট ভেঙে দিয়েছিলেন তিনি।সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে জম্মুতে গিয়েছিলেন। দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকও করেছেন। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের মধ্যে সম্ভাব্য জোটের বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে।

মেহবুবার দাবি, জোট গড়া অনেক পরের বিষয়। পিডিপি যে নীতিগুলো গ্রহণ করেছে, তা কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স মেনে নিতে রাজি থাকলে তারও আপত্তি নেই সমর্থন দিতে। পিডিপি নেত্রী বলেছেন, কাশ্মীরের সমস্যা সমাধানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনো কিছুই নয়।

এবারের নির্বাচনী ইশতেহারে পিডিপি প্রতিশ্রুতি দিয়েছে, তারা সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে আনতে উদ্যোগী হবে। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনিও জানিয়েছেন, ভোট শেষে রাজ্যসভায় ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রস্তাব দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর