আগামী নির্বাচনে লক্ষ্য অনেক বড় : মেহবুবা মুফতি

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ভোটের পরিস্থিতিতে নিজের লক্ষ্য জানিয়ে দিয়েছেন পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি। তার মতে, এবারের নির্বাচন শুধু রাজ্যের মর্যাদা ফেরানো বা আসন সমঝোতার ভোট নয়। এবারের লক্ষ্য আরো বড়।
প্রসঙ্গত, প্রায় এক দশক পর রাজ্যসভা নির্বাচন হচ্ছে জম্মু ও কাশ্মীরে।
আগামী সেপ্টেম্বরের ১৮, ২৫ এবং অক্টোবরের ১ তারিখ মোট তিন দফায় ভোট হবে সেখানে। গত শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিডিপির নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন মেহবুবা। ওই দিন পিডিপি প্রধান বলেন, ‘আমার কাছে এবারের নির্বাচন শুধু রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি বা আসন সমঝোতার জন্য নয়। আমাদের লক্ষ্য আরো বড়। আমরা সম্মান ও সমাধানের জন্য লড়াই করছি।’
মেহবুবার দাবি, জোট গড়া অনেক পরের বিষয়। পিডিপি যে নীতিগুলো গ্রহণ করেছে, তা কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স মেনে নিতে রাজি থাকলে তারও আপত্তি নেই সমর্থন দিতে। পিডিপি নেত্রী বলেছেন, কাশ্মীরের সমস্যা সমাধানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনো কিছুই নয়।
এবারের নির্বাচনী ইশতেহারে পিডিপি প্রতিশ্রুতি দিয়েছে, তারা সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে আনতে উদ্যোগী হবে। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনিও জানিয়েছেন, ভোট শেষে রাজ্যসভায় ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রস্তাব দেওয়া হবে।