বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

আত্মগোপনে মাহিয়া মাহি

Reporter Name / ১০২ Time View
Update : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সিনেমার বাইরেও অভিনেত্রী মাহিয়া মাহির একটি পরিচয় রয়েছে। তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। বেশ কয়েক বছর ধরেই অভিনয়ে নেই তিনি। নেত্রী হওয়ার জন্য দৌড়ঝাঁপ করছেন রাজনীতির মাঠে। সরকারের পতনের পর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বেশ কয়েকজন শোবিজ তারকার বিরুদ্ধে মামলা হয়েছে। এতে আত্মগোপনে চলে গেছেন অনেকেই। গুঞ্জন রয়েছে আত্মগোপনের এ তালিকায় মাহিয়া মাহিও রয়েছেন।

ক্যারিয়ারের শুরু থেকেই মাহি নানা রকম বিতর্ক জড়িয়েছেন। তবে এসবকে তোয়াক্কা না করে সর্বশেষ জাতীয় নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দল তার ওপর ভরসা করতে পারেনি।

মনোনোনয়ন পাননি মাহি, তবু হতাশ হননি। স্বতন্ত্র প্রার্থী হয়েই রাজশাহী-১ আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নামেন। সেখানে নৌকার প্রার্থীর কাছে ভরাডুবি হয়ে নির্বাচনে হেরে জামানত হারান এ অভিনেত্রী। তবুও আওয়ামী লীগের হয়েই কাজ করেছেন মাহি। এদিকে নির্বাচনে হেরে যাওয়ায় প্রভাব পড়ে সংসার জীবনে। বিচ্ছেদ ঘটে দ্বিতীয় সংসারেও। ব্যক্তিজীবনে মাহি এখন একা।

জুলাই-আগস্টে সংঘঠিত ছাত্র-জনতার আন্দোলনেও তিনি ছিলেন নিশ্চুপ। নীরবেই সমর্থন দিয়ে গিয়েছিলেন শেখ হাসিনাকে। ছাত্র-জনতার একদফা দাবির মুখে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না মাহির। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করলেও ফেসবুক, ম্যাসেঞ্জার ও ফোন কলে সাড়া দিচ্ছেন না। শুটিং ফ্লোরেও দেখা নেই তার। এ বিষয়ে সিনেমা সংশ্লিষ্ট অনেকের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কেউই মাহির খোঁজ দিতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর