মুসলিম উম্মাহের প-িতদের দূরদৃষ্টি সম্পন্ন জ্ঞান ও দার্শনিক জ্ঞানের স্বল্পতার কারণে দীর্ঘস্থায়ীভাবে ঐক্য করতে পারছে না। দীর্ঘস্থায়ীভাবে ঐক্যের জন্য ধর্মীয় প-িতদের দৃঢ় সংকল্প থাকা প্রয়োজন। মুসলিম উম্মাহের চতুর্দিকের গভীর ষড়যন্ত্রের জাল ধ্বংস করতে পারস্পরিক উদারতা ও পরমতসহিষ্ণু হওয়া প্রয়োজন। ভিন্ন দল হোক, ভিন্ন পথ হোক কিন্তু ইসলাম ও জাতীয় স্বার্থ সর্বপ্রথম বিবেচনায় নেওয়া উচিত। কারণ অবিচার, দুর্নীতি ও নির্যাতনে মানুষ নিষ্পেষিত। আজ মুসলিম উম্মাহের আকাশে পাশ্চাত্য সংস্কৃতি। আর মুসলিম উম্মাহ ভুলে গেছে বিদায় হজের ভাষণ। কোরআন ও হাদিস থেকে বিচ্যুতি গভীরতম ক্ষতের সৃষ্টি করেছে উম্মাহের ঐক্যে।
তাই মানবতা আজ ভূলুণ্ঠিত। আইন আদালত নির্বাসনে। মহাদুর্যোগে মুসলিম উম্মাহ স্বতঃস্ফূর্ত হয়ে ঐক্যের ডাক দেওয়া ছাড়া রক্ষার আর কোনো পথ নেই। মহান আল্লাহ বলেন, ‘মানুষের জন্য রয়েছে সামনে ও পেছনে, একের পর এক আগমনকারী প্রহরী, যারা আল্লাহর নির্দেশে তাকে হেফাজত করে। নিশ্চয় আল্লাহ কোনো কওমের অবস্থা ততক্ষণ
পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে।’ (সুরা রাদ ১১)