শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন

’ঝলক’ জাতের করলা চাষে স্বপ্ন বুনছেন জয়পুরহাটের কৃষক মাহবুব

জয়পুরহাট প্রতিনিধি / ১০৬ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

পরিবেশ বান্ধব মালচিং পেপার ব্যবহার করে খাদ্য গুণাগুন সমৃদ্ধ উচ্চমূল্যের ’ঝলক’  জাতের করলা চাষে সফলতার  স্বপ্ন বুনছেন জয়পুরহাটের কৃষক মাহবুব।
সদর উপজেলার ধলাহারের রামকৃষ্ণপুর এলাকার কৃষক মাহবুব এবার ৩৩ শতাংশ জমিতে করলা চাষ করেছেন। পরিবেশ বান্ধব মালচিং পেপার ব্যবহার করে স্বল্প সময়ে খাদ্য গুণাগুন সমৃদ্ধ উচ্চমূল্যের ’ঝলক’ জাতের করলা চাষ করে  সফলতার শীর্ষে এখন কৃষক মাহবুব।  আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে  করলা তোলা  শুরু করেছেন মাহবুব। করলা চাষে ২৬ হাজার ৭০০ টাকা খরচ পড়লেও প্রথম দিনেই ৮ হাজার ১৯০ টাকার  ৪ মণ ২২ কেজি করলা বিক্রি করেছেন বলে জানান, মাহবুব আলম। এ পর্যন্ত ৩০ হাজার টাকার করলা বিক্রি করলেও জমিতে করলা আরও এক লাখ ২০ হাজার টাকা বিক্রি হবে এমন আশা প্রকাশ করেন কৃষক মাহবুব। অধিক খাদ্য গুণাগুন সমৃদ্ধ উচ্চমূল্যের এই ’ঝলক’ জাতের  প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। সাধারণ ভাবে করলা চাষ করলে ভালো ফলন পাওয়া যায়না। সে কারণে কৃষি বিভাগের পরামর্শ ও সহায়তায় পরিবেশ বান্ধব মালর্চি পেপার ব্যবহার করে করলা চাষ করলে দ্বিগুণ ফলন পাওয়া যাচ্ছে বলে জানান, কৃষক মাহবুব আলম। পরিবেশ বান্ধব  মালচিং পেপার ব্যবহারে গাছ অতিরিক্ত তাপমাত্রা ও অতি বৃষ্টি থেকে রক্ষা পায়। এ ছাড়াও সারের অপচয় রোধ , আগাছা দমন, মাটির আদ্রতা নিয়ন্ত্রণ, পানির ধারন ক্ষমতা বৃদ্ধি পায় ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায় বলে জানান,  সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমল চন্দ্র মন্ডল। পরিবেশ বান্ধব ও ফলন বেশি হওয়ায় মালচিং পেপার ব্যবহার করে করলা চাষ দিনি দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানান, জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপ পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন। জয়পুরহাট জেলায় ২০২৪-২৫ মৌসুমে ১০৫ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাতের করলা চাষ হয়েছে বলেও জানান তিনি। এরমধ্যে রয়েছে জয়পুরহাট সদরে  ২৫ হেক্টর, পাঁচবিবিতে ৪৫ হেক্টর, কালাই ১৫ হেক্টর ও আক্কেলপুর উপজেলায় ২০ হেক্টর। বাজারে ভালো দাম পাওয়ায় করলা চাষীরা এবার খুশি বলেও  জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর