শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টার সাথে মার্কিন চার্জ দ্য এ্যাফেয়ার্সের সাক্ষাৎ

Reporter Name / ৮১ Time View
Update : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

মার্কিন দূতাবাসের চার্জ দ্য এ্যাফেয়ার্স হেলেন লাফাব আজ সোমবার দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীর বিক্রমের সাথে সচিবালয়ে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতকালে তারা দুর্যোগ সংশ্লিষ্ট বিষয়াবলী ও বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের বিষয়ে আলোচনা করেন।
সাক্ষাতকালে মার্কিন দূতাবাসের রোহিঙ্গা বিষয়ক সিনিয়র হিউম্যানিটারিয়ান এডভাইজার মিস লিনসে হার্নিস এবং রিফুউজি কো-অর্ডিনেটর মি. থমাস ব্রাউনস উপস্থিত ছিলেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এবং অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিবরা উপস্থিত ছিলেন।
বৈঠকে বন্যায় ত্রাণ কার্যক্রম সমন্বয়, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং ইউএস এইড এর অর্থায়নে প্রকল্প ‘সৌহার্দ্য’ ও ‘নবযাত্রা’ নিয়ে আলোচন করা হয়।
এ সময় বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের কর্মসংস্থান, শিক্ষা, তৃতীয় দেশে পুনর্বাসন, জটিল স্বাস্থ্য ঝুঁকি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
মার্কিন চার্জ দ্য এ্যাফেয়ার্স মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের রেজিস্ট্রেশন বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর