শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন

দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আর ফ্যাসিবাদের জন্ম হতে দেয়া হবে না : সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

Reporter Name / ১০৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আর ফ্যাসিবাদীর জন্ম হতে দেয়া হবে না। প্রয়োজনে পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।
আজ বুধবার রাতে চকরিয়ায় ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে কোরক বিদ্যাপীঠ মাঠে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আরও বলেন, আমরা আমাদের শহীদ ভাই-বোনদের রক্তে অর্জিত ফ্যাসিবাদীমুক্ত দেশে আর কোন খুন, গুম, অত্যাচার, নির্যাতন চাই না। সেদিকে লক্ষ্য রেখে পরবর্তী সরকার গঠনের সময় পর্যন্ত আমাদের পথচলা অব্যাহত থাকবে।
আগামীর সুন্দর দেশ বির্নিমাণে বদ্ধ পরিকর হয়ে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। দেশের শিক্ষার্থীরা ১৭ বছরের স্বৈরাচারী শাসক শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে হাজারো ছাত্র-ছাত্রীকে শহীদ হতে হয়েছে। আমি সে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। এ সময় তিনি শহীদদের বিচারের দাবি জানান।
হাসনাত আব্দুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা যেহেতু ছাত্র তাই নিজেদের পড়ালেখাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নিজে শিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে। সেক্ষেত্রে আমাদের অভিভাবক হবে মা-বাবা, আর কেউ নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর