বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

বাংলাদেশে বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরে কানাডার প্রতি আহ্বান শিল্প উপদেষ্টার

Reporter Name / ৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বাংলাদেশে বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন,বাংলাদেশে রয়েছে বিশাল অভ্যন্তরীণ বাজার, বিনিয়োগ ও শিল্প-বান্ধব নীতি, পরিকল্পনা ও পরিবেশ। এর ফলে বাংলাদেশে স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
আজ উপদেষ্টার অফিসকক্ষে বাংলাদেশে কানাডার চার্জ দ্য অ্যাফেয়ার্স দেবরা বায়সি’র সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। এ সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সলিম উল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কানাডার চার্জ দ্য’ অ্যাফেয়ার্স বলেন, কানাডিয়ান বিনিয়োগকারীগণ বাংলাদেশে বৃহৎ বিনিয়োগে আগ্রহী। এজন্য প্রধান প্রধান বিনিয়োগের ক্ষেত্রগুলো চিহ্নিত করা হচ্ছে। যত দ্রুত সম্ভব বাংলাদেশ ও কানাডার মধ্যকার বিদ্যমান চুক্তিটি হালনাগাদ করা প্রয়োজন। এজন্য দু’দেশের সমন্বয়ে যৌথদল গঠনের মাধ্যমে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও কানাডার মধ্যে ১৯৯০ সালে বিনিয়োগ বিমা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি দু’দেশের মধ্যে ‘এগ্রিমেন্ট বিটুইন বাংলাদেশ অ্যান্ড কানাডা ফর প্রমোশন অ্যান্ড প্রটকেশন অব ইনভেস্টমেন্ট’ শীর্ষক খসড়া চুক্তিটি যৌথ কারিগরি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে স্বাক্ষরের আহ্বান জানান।
শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা ক্ষুদ্র ও মাঝারি শিল্প, চামড়া, চিনি, জাহাজ পুন:প্রক্রিয়াকরণ এবং সিমেন্ট শিল্পে বড় বিনিয়োগের কানাডার প্রতি আহ্বান জানান। তিনি ভোলায় গ্যাসভিত্তিক সার কারখানা স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর