শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন

ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে শাহবাগে প্যাডেল রিকশাচালকদের বিক্ষোভ

Reporter Name / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছেন প্যাডেল রিকশাচালকরা।

সোমবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে বিক্ষোভ শুরু হলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা ‘আর কোনো অটোরিকশা চলবে না’, ‘অবৈধ অটোরিকশা সহ্য করা হবে না’, ‘বাংলাদেশে বৈষম্য মেনে নেব না’ ইত্যাদি স্লোগান দেন।

‘বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্য জোট’-এর ব্যানারে আয়োজিত এ সমাবেশে রিকশাচালকরা বেশ কিছু দাবি তুলে ধরেন।

তাদের দাবির মধ্যে রয়েছে- ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে রিকশা মালিকদের জন্য নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়ন করা। সরকারের রাজস্ব আয় বাড়াতে এবং বৈধ লাইসেন্সপ্রাপ্ত রিকশাচালকদের অধিকার রক্ষায় ডিএনসিসি ও ডিএসসিসির ড্রাইভিং লাইসেন্স দেওয়ার দাবি জানান তারা। এছাড়া অসুস্থ চালকদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা এবং উভয় সিটি করপোরেশনে লাইসেন্সপ্রাপ্ত রিকশাচালকদের ব্যবসার ট্রেড লাইসেন্স প্রদানের দাবি জানান আন্দোলনকারীরা।

প্যাডেল রিকশাচালকরা ব্যাটারিচালিত রিকশা নিয়ে হতাশা প্রকাশ করে তাদের বিরুদ্ধে ভাড়া কম নেওয়া, ট্রাফিক আইন অমান্য এবং যানজট ও দুর্ঘটনার কারণ বলেও অভিযোগ করেন।

তাদের যুক্তি হলো- প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশার আধিপত্য তাদের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলে এবং ট্রাফিক সমস্যাকে আরও বাড়িয়ে তোলে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহীন বলেন, রিকশা চালকরা তাদের দাবি নিয়ে রাস্তায় জড়ো হয়েছেন।

তিনি আরও বলেন,‘কিছুক্ষণ পর পুলিশ তাদেরকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর